প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি'র মামলার আসামি বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুদার আজ সকালে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। এদিকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মামলার বাদীর উপর হামলার অভিযোগ করেছেন বাদী পক্ষের আইনজীবী।
বাদী পক্ষের আইনজীবী কাজী সিরাজউদ্দিন মিহির জানান, মামলার ধার্য তারিখে মিহির কান্তি মজুমদার মাগুরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানী শেষে মিহির কান্তি মজুদারকে ২ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
তিনি আরো জানান, মামলার কার্যক্রম শেষ করে মামলার বাদী ডাক্তার মকবুল হোসেন জীবন আজ দুপুরে জজ আদালতের সামনের রাস্তায় আসার সাথে সাথে একদল দূর্বৃত্ত তাকে আসামি পক্ষে আইনজীবী এড. আশরাফ হোসেন লিটনের চেম্বারে যাওয়ার জন্য চাপ দেয়।। সেখানে যেতে অস্বীকৃতি জানালে তারা তাকে কিল ঘুষি মারে ও প্রকাশ্যে তার পরিধেয় জামা টেনে ছিড়ে ফেলে। এ সময় তিনি দৌড়ে আদালতে গিয়ে কোর্ট ইন্সপেক্টরের কক্ষে অবস্থান নেন। পরে সেখান থেকে তাকে সদর থানায় নিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বিষয়টি আমরা অবগত আছি। তবে ডাক্তার মকবুল হোসেন জীবন এ বিষয়ে এখনো কোন মামলা করেননি। মামলা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বিডি প্রতিদিন/এ মজুমদার