নাটোরে বিদেশি পিস্তল, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ গ্রাম গাঁজা ও চারটি মোবাইল ফোনসহ পুলিশের তালিকাভুক্ত চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটককৃতরা হলেন- কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে জনি শেখ (৩০) ও জীবন শেখ (২২) এবং তাদের সহযোগী দিয়ারভিটা এলাকার শামিম শেখের ছেলে সুজন আলী (২৩) ও কান্দিভিটা এলাকার মনতাজ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২৯)।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে ওই চার সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়। আটক সবাই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাদের মধ্যে জনির নামে বিভিন্ন থানায় ১৬টি, জীবনের নামে ১৫টি ও মঞ্জুরুলের নামে একটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/সালাহ উদ্দীন