রাজশাহী মহানগরীতে ড্রেন থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর ১টার দিকে সদ্য ভূমিষ্ট ওই নবজাতকের মরদেহটি হাসপাতালের সামনের সড়কের পাশের ড্রেনে পড়েছিল। পথচারীরা সেটি দেখে পুলিশে খবর দেন। এরপর মরদেহটি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার