হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ মিলি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত মিলি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ গ্রামের মন্নাফ মিয়ার স্ত্রী। উপজেলার মনতলা-ধর্মঘর সড়কের ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মিলিকে আটক করা হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার