রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। আজ সন্ধ্যায় নগরীর বালিয়াপুকুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল ইসলাম লাভলু (২১)। নিহতের পিতার নাম আবদুল আলিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাভলু পেশায় দর্জি। এক বছর আগে সে প্রেম করে বিয়ে করে। তবে শ্বশুর বাড়ির লোকজন এই বিয়ে মেনে নেয়নি। আজ সন্ধ্যায় লাভলুর মামা শ্বশুর চঞ্চল কয়েকজন সহযোগীসহ লাভলুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার