হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন।গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার