টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের নাজির পাড়া এলাকায় ১০ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ দুই জনকে আটক করেছে বিজিবি। আটকৃত আব্দুল হামিদ (২২) ও ইয়াছিন আরফাত (২০) যথাক্রমে টেকনাফ সাবরাং দক্ষিণ নয়াপাড়া এলাকার হাবিল আহাম্মদ ও মৃত আলী হোসনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সাবরাং নয়াপাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের নাজির পাড়া টানা ব্রিজ এলাকায় অবস্থান নেয় বিজিবির টহলদল। এসময় যানবাহন তল্লাশি কালে একটি মোটর সাইকেলের চালক ও আরোহীর আচরণ সন্দেহ হলে একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ হাজার ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোটর সাইকেলসহ চালক ও আরোহীকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ ২ হাজার ১শ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার