চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ সোমবার সকাল থেকে শুরু হয় এ কর্মসূচি।
ধর্মঘটের কারণে জেলা থেকে সকল প্রকার পণ্যবাহী ট্রাক ও ট্রাংকলরি যাতায়াত বন্ধ রয়েছে। শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাইপাস সড়কে ট্রাকের দীর্ঘ লাইন দেখা গেছে।
এর আগে ১২ দফা দাবিতে শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেয় পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ