বরিশালের বাবুগঞ্জে পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা, ধর্ষণসহ ২৭ মামলার আসামি সোহাগ ওরফে রাঙ্গা সোহাগ ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট তিন গ্রামের কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছে। সন্ত্রাসী সোহাগের ফাঁসি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সন্ত্রাস বিরোধী সমাবেশ করে তারা।
বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাস ও মাদকসহ সব ধরণের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। অপরাধী যত ক্ষমতাশালী হোক, তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তবে কাউকে আইন নিজ হাতে তুলে না নেয়ার অনুরোধ করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার