পেনশনধারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আ্খাউড়া উপজেলার সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে কুমিল্লা দুদক। সোমবার ব্যাংক কর্মকর্তা মোতাহার হায়দার মোল্লাকে আখাউড়া উপজেলার সোনালী ব্যাংক কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। মোতাহার হায়দার মোল্লা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টনকী গ্রামের আবদুল কাহহার মোল্লার ছেলে।
দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংক ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ২২ কর্মকর্তা মিলে পেনশনধারীদের ১৬ কোটি ৬ লাখ দুই হাজার ৯৬২টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারি পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ২২জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন। আসামিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এ মালায় এ পর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার