গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়ণপুর বাজার থেকে কাপাসিয়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক চলাচল উপযোগী করার দাবিতে পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাপাসিয়া উপজেলা শাখা। আজ বিকাল সাড়ে পাঁচটায় ওই সড়কের নারায়ণপুর বাজারে তারা এ সভা করেন।
দস্যু নারায়ণপুরের বাসিন্দা হোমিও চিকিৎসক আব্দুল হাই বলেন, নারায়পুর থেকে একবার কাপাসিয়া গেলে গায়ের কাপড় সাদা হয়ে যায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাপসিয়া উপজেলা শাখার সম্পাদক সিদ্দিকুর রহমান ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাস্টার, কাপাসিয়া সত্যেন সেন সঙ্গীত একাডেমীর পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এ সড়ক সংস্কারের দাবিতে আগামী ১০ দিনের মধ্যে কাপাসিয়া ডাকবাংলোর সামনে কর্মসূচি পালন করবেন। সড়কটি সংস্কারের দাবিতে তাদের কর্মসূচি চলামন থাকবে বলে ঘোষণা দেন সিপিবি নেতারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার