সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খানের বিরুদ্ধে সিটি মেয়র পুত্র কামরুল আহসান রূপনের মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা বিবৃতি দিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার ক্লাবের দপ্তর সম্পাদক এম. মোফাজ্জেল সাক্ষরিত ও প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন রাহাতের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, মামলা, হামলা আর হয়রানী করে গনমাধ্যমের কন্ঠ স্তব্ধ করা যাবে না।
নেতৃদ্বয় বলেন, সিটি মেয়র আহসান হাবিব কামাল ইতিপূর্বে পৌর মেয়র থাকার সময় তার দুর্নীতির সংবাদ প্রকাশ করায় বহু সাংবাদিককে হয়রানি করেছেন। এরই ধারাবাহিকতায় মেয়র পুত্র রূপন সাংবাদিক দমন নীপিড়নের মাধ্যমে নিজেদের দুর্নীতির খবর ধামাচাপা দিতে চাইছেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে মেয়রপুত্রকে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক হয়রানির বিরুদ্ধে প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।