সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন ফুটকিবাড়ি ইক্ষু খামার এলাকায় একটি আখ ক্ষেত আগুনে পুড়ে গেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপর পীরগঞ্জ ও সেতাবগঞ্জ ফায়াস সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেতাবগঞ্জ চিনিকলের মাহব্যবস্থাপক (খামার) মো. ইমরান আগুন লাগার ঘটনা সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ফুটকিবাড়ি খামারের ঐ এলাকায় ১৪ একর জমিতে আখ দন্ডয়মান ছিল। এর মধ্যে প্রায় ১০ একর জমির আখ আগুনে পুড়ে গেছে। আগুন লাগার বিষয়ে তিনি জানালেন, কে বা কারা সিগারেট বা বিড়ির আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
উলেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে মিলের গোবিন্দপুর খামারে আগুন লেগে প্রায় ২৫ একর জমির আখ পুড়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার