রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিনেচার্ড স্পিরিট বিক্রির অপরাধে নুরুল আমিন নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রির অপরাধে এ জরিমানা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আমিরুজ্জামান জানান, সন্ধ্যায় বালিয়াকান্দি বাজারের তালপট্টির নুরুল আমিনের হার্ডওয়ারের দোকানে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সংরক্ষণ করা ৫০ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় উদ্ধারকৃত স্পিরিট জনসম্মুখে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল