বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আটককৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার দাড়কামারীর নাসির উদ্দিনের ছেলে সাকিয়া কাউসার শাহীন (২২) ও কাহালু উপজেলার বুরুঙ্গ সাহুলশনি গ্রামের বাবুল মল্লিকের স্ত্রী রাশেদা বেগম (৪০)।
সোমবার রাত ৯টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল