বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীর মনিন্দ্র দাসের ছেলে মিহির দাস ওরফে সমির, যাত্রী নগরীর সাগরদীর ইউসুফ আলী হাওলাদারের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মনির হোসেন এবং অজ্ঞাত নাম-পরিচয়ের একজন।
নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, রহমতপুরের কামিনি ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনার পরপরই পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের মধ্য থেকে চালক মিহির দাস এবং অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করে। তারা ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহতাবস্থায় যাত্রী মনির হোসেনকে শেরে-ই বাংলা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বেঁচে যাওয়া একমাত্র অজ্ঞাতনামা যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিমানবন্দর থানার এসআই মাইনুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য ৩ জনের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম