কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাদী নামে এক কলেজছাত্র নিহত ও লুৎফুর রহমান মো. ফয়সাল নামে এক শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোণা এলাকায় মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কটিয়াদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাদী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সাথে অটোরিকসার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান মো. ফয়সাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন