বরগুনার সদর উপজেলায় স্বামীর বাড়ি থেকে নাজমা (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আট নম্বর কালিরতবক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ নাজমা ওই গ্রামের আল আমিনের স্ত্রী।
জানা গেছে, দুই মাস আগে কালিরতবক গ্রামের আলামিনের সঙ্গে বিয়ে হয় নাজমার। বিয়ের পর থেকেই তার ওপর স্বামীর নির্যাতন চলতো। দু’দিন আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে নাজমা। এর মধ্যেই স্বামীর নির্যাতনে তার নাকের নোলক ভেঙে যায়। যে কারণে ঘরের আঁড়ার সঙ্গে নাজমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম