বগুড়ার ধুনট উপজেলায় হটিয়ারপাড়া গ্রামে আজ সকাল ১১ টায় জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা হলো, ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০), জুয়েল রানা (২৭), আজিমুদ্দিন সরকারের ছেলে জুলফিকার আলী (৪২), জালাল উদ্দিন সরকারের ছেলে কামরুল ইসলাম (৪০), শাহজাহান আলীর ছেলে রতন মিয়া (২৫), কামরুল হাসানের মেয়ে এসএসসি পরীক্ষার্থী পান্না খাতুন (১৭), মিজানুর রহমানের স্ত্রী দোলেনা খাতুন (৩০), মতিউর রহমানের ছেলে হবিবর রহমান (৫০), দেলবর হোসেনে (৫৫) ও মমতাজ জোয়ারদারের ছেলে জাহাঙ্গির আলম (৪০)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার