পরিবহনের সময় শরীয়তপুরের বুড়িরহাট থেকে ১৬৫ মণ জাটকা আটক করেছে র্যাব। এসময় জাটকা পরিবহনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২১ জনকে আটক করা হয়।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২১ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের বুড়িরহাট বাজারের কাছে গোসাইরহাট-শরীয়তপুর সড়কে অভিযান চালিয়ে ১২টি নসিমন বেঝাই ১৬৫ মণ জাটকাসহ ২১ জনকে আটক করা হয়। আটককৃত জাটকা বরিশাল থেকে গোসাইরহাট হয়ে জেলা সদর, আঙ্গারিয়া ও ভোজেশ্বর বাজারসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে ধারণা করছে র্যাব।
আটক করা জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা ও গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা