মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে গঠন করা যাচাই-বাছাই কমিটিকে অগ্রহণযোগ্য দাবি করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৩০ জানুয়ারি কমিটি সভাপতি ও শাহজাদপুর আসনের সংসদ সদস্য আলহাজ গাজী হাসিবুর রহমান স্বপন এ কার্যক্রম স্থগিত করেন।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান জানান, ২১ জানুয়ারি থেকে যাচাই-বাছাইয়ের জন্য তাকে সদস্য সচিব ও সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে সভাপতি করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন। কমিটির সদস্যরা হলো-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, বেলকুচি মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল বারীক বিশাবাস, সাবেক এমপি ডা. কেবিএম আবু হেনা, সাবেক কমন্ডার শহিদুল ইসলাম রেজা ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন। কমিটির সদস্যরা ৩০ জানুয়ারি যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা নিয়ে উপজেলা পরিষদে একটি বৈঠক করেন। বৈঠকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যাচাই-বাছাই কমিটির সদস্য গাজী শফিকুল ইসলাম শফি মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি সঠিক হয়নি বলে আপত্তি জানায়। তার বক্তব্য অন্যান্য সদস্যরা সমর্থন জানায়। এ অবস্থায় যাচাই-বাছাই কমিটির সভাপতি সংসদ সদস্য গাজী আলহাজ হাসিবুর রহমান স্বপন যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করে দেন।
তিনি আরো জানান, বিষয়টি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে অবহিত করার পাশাপাশি নতুন করে কমিটি গঠনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের নির্দেশমত যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার