কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর, আমানগন্ডা, সাতঘড়িয়া ও আনন্দপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। পণ্যগুলো হলো, ১৪৯ বোতল হুইস্কি, ৭ কেজি গাঁজা, ৯৯৪০টি স্টেরয়েড ট্যাবলেট ও পিছ শাড়ি। আজ মঙ্গলবার বিকেলে পণ্যগুলো কুমিল্লা কাস্টমস্ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান ভারতীয় পণ্য আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার