নয় দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে মারা গেলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার অগ্নিদ্বগ্ধ গৃহবধূ জান্নাত বেগম।
মঙ্গলবার সকালে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম।
জান্নাত মেহেন্দিগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের ইউসুফ সিকদারের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, গত ২২ জানুয়ারি রান্নার করার জন্য গ্যাসের চুলায় আগুন ধরানোর সময় বিস্ফোরিত হয়। এতে রান্না ঘরে থাকা গৃহবধূ জান্নাতের পুরো শরীর দ্বগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিনই শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে মারা যায় তিনি।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব