রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আজ বেলা আড়াইটার দিকে ট্রাক চাপায় জনাব আলী (৪০) নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত জনাব আলী মহানগরীর মতিহারের চৌমোহনী বাজার এলাকার আকবর আলীর ছেলে।
রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, জনাব আলী সাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার