জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৭৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন। তিনি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা পদক তুলে দেন।
ইউএনও শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, পৌর মেয়র এনায়েত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একইস্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ৪৮১ কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা