জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার পন্ডিত পাড়া গ্রামে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষিকা রুনা লাইলা, মেহেদী হাসান টুটুল, ফয়সাল আহম্মেদ প্রমুখ। বক্তরা অভিযুক্ত নারী ফেরদৌসির ফাঁসি দাবি করেন।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে ঘুমন্ত স্বামী রাশেদুল ইসলাম সোনার পুরুষাঙ্গ কেটে দেয় স্ত্রী ফেরদৌসী। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। ওই দিন পুলিশ অভিযুক্ত স্ত্রী ফেরদৌসিকে (৫০) আটক করে জেলহাজতে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/এম মজুমদার/মাহবুব