সিরাজগঞ্জে লাইট হাউস কনসোটিয়ামের কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস কর্মসূচির আওতায় ইমপ্রুভ জাস্টিস এন্ড লিগ্যাল এইড সার্ভিসেস (ইজলাস) প্রকল্পের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেসরকারী সংস্থার ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন। সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লাইট হাউস এনজিও সংস্থার নির্বাহী প্রধান হারুন-অর-রশীদ, এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিীন খান, কর্মসুচীর পরিচালক মফিজুল ইসলাম, এনজিও কর্মী ফজল করিম ও শাহিনুজ্জামান প্রমুখ। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের আইন সেবাকারী সংস্থার সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সেবা কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে দরিদ্র ও অসহায় বিশেষ করে নারী, শিশু, আদিবাসী, চরাঞ্চল ও দুর্গম এলাকার মানুষের জন্য আইনগত সেবা প্রাপ্তির নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় প্রায় ৬ হাজার মানুষকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল