কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙা নামক স্থানে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় শিহাব (০৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিহাব প্যারাভাঙা গ্রামের তোয়াব মিয়ার ছেলে এবং প্যারাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় মাটি ভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী চালকসহ ট্রাক্টরটি আটক করে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব