বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা চন্ডিপুর আদিবসী পাড়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলার শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর কাউন্সিলর দ্রবতিদেবী আগারওয়ালা, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলার সহ-সভাপতি আইরিন পারভীন লুনার, সাধারণ সম্পাদক সুচরিতা দেবী, লিগ্যাল এইড সম্পাদক শামীমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম পারুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মনিকা মল্লিক।
এ সময় প্রায় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল