চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বস্তাবন্দী অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সমুদ্র সৈকতের ওয়েস্ট পয়েন্টের বেড়িবাঁধের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-বন্দর) আরেফিন জুয়েল।
তিনি বলেন, বস্তাবন্দী তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে সালোয়ার কামিজ আছে, মুখে রক্ত এবং গলায় দাগ আছে। পুলিশেল ধারণা, তাকে গলায় কিছু পেঁচিয়ে খুন করে মরদেহ গাড়ি করে নিয়ে সৈকতে ফেলে যায়। ধারণা করছি তরুণী গৃহপরিচারিকা কিংবা পোশাক কর্মী। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব