লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের ২০১৭ সনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. মাহবুবুল আলম মিন্টু (দিনকাল) ও সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন দুলাল ভূঁইয়া (আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি)।
সোমবার রাতে শহরের গাজী শপিং কমপ্লেক্স কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০ সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়াও দু’টি সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (জনতা), এম এ করিম সাজু (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান মাসুদ (আজকালের খবর), অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (সংগ্রাম), নির্বাহী সদস্য পদে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ), মো. মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন), মো. কামাল উদ্দিন (নয়া দিগন্ত), মিজানুর রহমান মঞ্জু (খবর) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শংকর মজুমদার (ভোরের কাগজ), নির্বাচন কমিশনার হিসেবে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ) ও তাবারক হোসেন আজাদ (যুগান্তর) দায়িত্ব পালন করেন।
নব-নির্বাচিত কমিটিকে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান, বিএনপি’র সাবেক এমপি আবুল খাঁয়ের ভূঁইয়া, আওয়ামী লীগের সাবেক এমপি এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারী, বিএনপি’র সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল