গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে দুশ্চিন্তায় ৩৫ জন পরীক্ষার্থী। আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গত ৪ দিন আগে প্রবেশপত্র পৌঁছে গেলেও এ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা এখনও প্রবেশপত্র হাতে পায়নি।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রবেশপত্রের জন্য অপেক্ষা করে প্রবেশপত্র তো দূরের কথা, এমনকি বিদ্যালয়ের কোন শিক্ষককেই পাওয়া যায়নি। প্রবেশপত্র না পেয়ে ছাত্রছাত্রীদের অঝোরে কান্নাকাটি করতে দেখা গেছে। এ ঘটনার পর এক কর্মচারী প্রবেশপত্র বুধবার সকাল ১০টার মধ্যে দেয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা চলে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, এবছর এসএসসি পরীক্ষায় সরকার নির্ধারিত ফরম পূরণের ফি ১৯৮০ টাকা হলেও সরকারের নিয়ম অমান্য করে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ছাত্রছাত্রীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় করেছেন। এর মধ্যে পরীক্ষার্থী জুয়েলের কাছ থেকে ফরম পূরণ বাবদ ৮ হাজার ৫শ’, ফজলে রাব্বির কাছ থেকে ১৩ হাজার ৫শ', শিউলির কাছ থেকে ৭ হাজার ৫শ', সাগর মিয়া ও জাকির হোসেনের কাছ থেকে ৮ হাজার টাকা, ফয়সালের কাছ থেকে ৮ হাজার ৫শ’ টাকা, রত্মা আক্তারের কাছ থেকে ৬ হাজার ৫শ’ টাকা, মুন্নার কাছ থেকে ৭ হাজার ৫শ’ টাকা, তাজনাহারের কাছ থেকে ৬ হাজার টাকা, রহিমা বেগমের কাছ থেকে ৭ হাজার ৫শ’ টাকা, খোকন মিয়ার কাছ থেকে ৬ হাজার ৫শ’ টাকা, নাজমুন্নাহারের কাছ থেকে ৫ হাজার ৫শ’ টাকা, মিলি আক্তার কাছ থেকে ৬ হাজার টাকা, রিকিংর কাছ থেকে ৫ হাজার ৫শ’ টাকা, কুহিনুর আক্তারের কাছ থেকে ৮ হাজার ৫শ’ টাকাসহ লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রছাত্রীদের দুশ্চিন্তার কোন কারণ নেই। একটু দেরি হতেই পারে। আমি ঢাকা বোর্ডে অবস্থান করছি। পরীক্ষার পূর্বেই তারা প্রবেশপত্র পেয়ে যাবে।
উল্লেখ্য, গত ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ৪২ জন ছাত্রছাত্রীর সঠিক সময় প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয়ে হামলা ও ভাংচুর করে। এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং প্রধান শিক্ষকের বাসভবনসহ আসবাবপত্র ভাঙচুর করে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব