কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় করিমগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ফয়সাল (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
নিহত ফয়সারের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিশোরগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে তিনি করিমগঞ্জ যাবার পথে সতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব