বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াসিন খান (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরইতলা গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিনের ছেলে রিয়াদ খান বাগেরহাটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সমাবেশে যাওয়ায় পিতা ইয়াসিনকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত ইয়াসিনকে রাত ৮টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইয়াসিনের স্ত্রী রিজিয়া বেগম জানান, ছেলে রিয়াদ বাগেরহাটে আওয়ামী লীগের সমাবেশ যাওয়ার কারণে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের সমর্থক শহিদ হাওলাদারসহ ৪/৫ জন রিয়াদের পিতাকে মারধর করে।
এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, ‘মটর শ্রমিক রিয়াদ আমার সাথে বাগেরহাটে সমাবেশে যাওয়ায় তার পিতাকে হাবিবুর রহমানের অনুসারীরা মারধর করে প্রতিশোধ নিয়েছে’।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, শহিদ হাওলাদার আমার সমর্থক নয়, তবে সে আওয়ামী লীগের কর্মী।
এ বিষয়ে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, পূর্ব শত্রুর জের ধরে একজনকে মারপিট করে আহত করার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল