রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার বাসিন্দা মশিউর রহমান (২৮) ও রংপুর সদরের বুড়িরহাট এলাকার বিজয় চন্দ্র (৩১)।
পুলিশের দাবি, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে একদল ডাকাত মহাসড়কের লেংটি সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। ওই সময় মহাসড়কে টহল পুলিশকে আসতে দেখে তারা পালাতে চেষ্টা করে। পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ