পটুয়াখালীতে নারায়ন কর্মকার নাড়ু (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার সকালে শহরের পুরাতন আদালত ভবনের পাশ থেকে ওই ব্যসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা নারায়ন কর্মকার সদর রোডের মনিষা স্বর্ণ নিকেতন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। মঙ্গলবার রাতের যেকোন সময় তার মৃত্যু হয়েছে বলে ধারনা পুলিশের। নিহত ওই ব্যক্তির বাম চোখের উপর আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা তাৎক্ষনিক বলা যাচ্ছেনা এমন দাবি পুলিশের। মরদেহ যেভাবে পড়ে আছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনরা দাবি করছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, মরদেহের চোখের উপর আঘাতের চিহ্ন থাকায় কিভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছেনা। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবেনা।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল