লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে মোঃ শাহীন নামের ৫ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের জালিয়ার চর গ্রামের কবিরাজ বাড়ীর মোঃ আব্দুল হাকিমের ছেলে। বুধবার বেলা ১১ টার বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে বাচ্চাদের সাথে খেলতে গেলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরের পাড়ে শিশুটিকে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল