মাদারীপুরের শিবচর উপজেলার মৃর্জাকান্দি এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় চালক রাসেল শেখ (২৩) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি মেহগানি গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খেঁজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমরে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ সময় হেলপার অমিত আহত অবস্থায় পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম