আদেশ মতে রাত জেগে অবস্থান ও গাঁজার চালান ধরতে পারায় খুশি হয়েছেন আদেশকারী কর্মকর্তা(ওসি)। আর এই অর্জনের স্বীকৃতি ও ভবিষ্যতে আরো উৎসাহী করতে অধস্তন কর্মকর্তাকে ফুল ও টাকা দিয়ে গাঁথা মালা গলায় পরিয়ে সম্মান জানানো হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বুধবার এভাবে সম্মান দেখিয়েছেন তার অধীনস্ত এএসআই খায়রুল ইসলামকে। বেলা ২টায় থানা ভবনের সামনে অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে খায়রুলকে মালা পরিয়ে দেন ওসি রাশেদুল আলম ও সেকেন্ড অফিসার এসআই ইকবাল সরদার।
ওসির দেওয়া তথ্য মতে খায়রুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আজ ভোর ৫টায় ২ কেজি গাঁজার একটি চালানসহ দুই যুবককে আটক করেন। এ বিষয়ে ওসি রাশেদুল আলম বলেন, আনুগত্য, ধৈর্য ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ খায়রুলকে এভাবে সম্মান দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব