দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছে বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাব।
সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভার আয়োজন করা হয়।
এতে বক্তৃতা দেন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, ইসমাইল হোসেন লিটন, আব্দুর রাজ্জাক তালুকদার, সান্তানুর রহমান খোকন, আ. মালেক রেজা, নজরুল ইসলাম, মহিদুল ইসলাম, মিজানুর রাকিব, এমাদুল হক শামীম, মনিরুজ্জামান আকন ও সাবেরা ঝর্ণা।
বক্তারা শিমুল হত্যাকারীর দৃষ্টান্তামূলক শান্তি ও দেশের সকল সাংবাদিকের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা