বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে প্রায় ২শ’ মণ নিষিদ্ধ জাটকাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৮। আটককৃতরা হলো, ট্রাকের চালক খোকন গাজী, সহযোগী মো. রকিব ও মো. মাসুম। আজ সোমবার সকালে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেন।
র্যাব-৮ এর ডিএডি আব্দুর রাজ্জাক জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে বিপুল পরিমাণ জাটকা বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ড ১১-৪৬২৭) রাজধানী ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে নগরীর রূপাতলীতে চেকপোস্ট স্থাপন করে র্যাব। আজ ভোরে জাটকা বোঝাই ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ট্রাক চালক খোকন গাজীকে ১৮ মাস ও তার সহযোগী মো. মাসুমকে ১৩ মাস করে এবং অপরজন মো. রকিবকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ড ঘোষণার পরই ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ ডিএডি মো. শাহীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার