নওগাঁর পোরশা উপজেলার দীঘিরপার এলাকায় গাড়ির ধাক্কায় জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিনের বাড়ি উপজেলার গোবরাপুরি গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরে জালাল উদ্দিন হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল হক জানান, এ বিষয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম