খাগড়াছড়িতে শালবন গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন।
রবিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের ৪ জনকে চট্টগ্রাম প্রেরণ করা হয়। তারা হলেন, বিল্লাল হোসেন (৩৫),খাইরুল ইসলাম (১৪), রণি(১৮) ও সাফিয়া বেগম (৪০)। এ ঘটনার পরপর পুলিশ এক অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করে।
খাড়গাছড়ি সদর থানার জানান তারেক মো: হান্নান জানান, হাসমত নামের একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার নামে অস্ত্র আইন এ মামলা হচ্ছে।
এদিকে খাড়গাছড়ি পৌর মেয়র সাংবাদিকদের অভিযোগ করেন হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পথে নিরীহ লোকদের উপর পুলিশ লাঠি পেটা করেন। এদের মধ্যে তারেক নামের একজন এস.এস.এসি পরীক্ষার্থী রয়েছে। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তবে লাঠি পেটার ঘটনাটি অস্বীকার করেছে পুলিশ।