চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি প্রাইভেট কার পটিয়া উপজেলার আদালত পুকুরে পড়ে যায়।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে গাড়িটি পুকুরে ভাসলে কৌতূহলী মানুষ ভিড় করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাইওয়ে ক্রস করে গাড়িটি কাছারী পুকুরে পড়ে যায়। এরপর গাড়িটি ভাসতে থাকে। এ সময় চালক দরজার কাচ খুলে পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।