চাকরি থেকে অবসরে গেলেও বছরের পর বছর ধরে পেনশনের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন পঞ্চগড় চিনিকলের শতাধিক শ্রমিক কর্মচারী। পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থা তাদের। তাই পেনশনের টাকার দাবিতে রবিবার দুপুরে পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন ক্ষুদ্ধ অবসরপ্রাপ্ত শ্রমিকরা।
তাদের দাবি অবসরে যাওয়ার ৩০ কর্মদিবসের মধ্যে পেনশনের টাকা দেয়ার নিয়ম থাকলেও বছরের পর বছর পার হয়ে গেলেও পেনশনের টাকা দিচ্ছেন না কর্তৃপক্ষ । অবিলম্বে পেনশনের টাকা পরিশোধের জন্য বিক্ষুবদ্ধ অবসর প্রাপ্ত শতাধিক কর্মচারী প্রায় ঘণ্টাব্যাপি ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হককে তার অফিসকক্ষে আটকে রাখেন। বিক্ষুব্দ্ধ শ্রমিক কর্মচারিরা এসময় বলেন চিনিকলের পেছনে জীবন যৌবন সব উজার করে দিয়েছি। বিনিময়ে শেষ জীবনে এসে পরিবার পরিজন নিয়ে মহাসমস্যায় পড়ে গেছি।
পেনশনের টাকার জন্য ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়েছে অনেকে । অবসর প্রাপ্ত মৌসুমী চালক মশারফ হোসেন জানান, ২০১৪ সালে অবসরে গেছেন তিনি। অবসরের পর জমি জায়গা বন্ধক রেখে ১১ সদস্যের সংসার চালাচ্ছেন। পেনশনের ৫ লক্ষ টাকা পেয়ে বন্ধকি জমিগুলো ফেরত নিবেন বলে আশায় আছেন। তিনি বলেন, পরিবারের কাছে হেয় হয়ে বেঁচে আছি। কেউ ভালোবাসেনা।
ল্যাবক্যামিষ্ট উসমান গণির অবসরে যাওয়ার ২ বছর পেরিয়ে গেলেও পেনশন পাননি। মেয়ের বিয়ের আলোচনা করে রেখেছেন কিন্তু বিয়ে দিতে পারছেন না তিনি। আশায় আছেন পেনশনের। স্নায়ু রোগে ভুগছেন অবসর প্রাপ্ত টারবাইন অপারেটর একরামুল হোসেন। ছেলের ঘারে হাত রেখে এসেছেন কর্মসূচিতে। তিনি জানান, মরে যাবো । পেনশনের টাকা বোধ হয় চোখে দেখা হবেনা।
পঞ্চগড় চিনিকল সূত্রে জানা গেছে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১৪৩ জন কর্মচারি অবসরে চলে গেছেন। তাদেরকে সরকার এখনো পেনশনের টাকা পরিশোধ করেনি। তারা পেনশন বাবদ প্রায় সাড়ে ছয় কোটি টাকা পাবেন। পেনশনের জন্য উচ্চ পর্যায়ে হিসাব পাঠানো হয়েছে। এদিকে একই সময়ে অবসর নিলেও কর্মকর্তারা ঠিকই নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পেয়েছেন বলে অভিযোগ করেন অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারিরা। তারা বলেন কর্মকর্তারা সঠিক সময়ে পেনশন পেলেও কর্মচারীরা এক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এতে বিক্ষুব্দ্ধ হয়ে পড়েন অবসপ্রাপ্ত কর্মচারীরা। তারা ব্যবস্থাপনা পরিচালকের অফিসকক্ষ ঘেরাও করেন। এ সময় পঞ্চগড় চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যস্থতায় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ ত্যাগ করেন।
পঞ্চগড় সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক জানান, অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারিদের পেনশনের জন্য সদর দপ্তরে প্রয়োজনীয় চাহিদা দেয়া হয়েছে । ইতোমধ্যে গ্রাচুইটির কিছু টাকা পরিশোধও করা হয়েছে । চিনিকলে বর্তমানে কর্মরত শ্রমিক কর্মচারিদের এক মাসের এবং কর্মকর্তাদের দুই মাসের বেতন দেয়া হয়নি। অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারিদের অভিযোগের প্রেক্ষিতে একই সময়ে অবসর নেয়া কর্মকর্তাদের পেনশন পাওয়ার ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক বলেন , কর্মকর্তাদের পেনশনের বিষয়টা সরাসরি সদর দপ্তর থেকে পরিচালনা করা হয়। তাই হয়তো তারা পেনশনের টাকা পেয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল