বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম মঙ্গলবার এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের ৩ দিন আগেই প্রতীকসহ (ধানের শীষ) বিএনপির প্রার্থী বদিউজ্জামান খান এর একটি পোষ্টার ফেসবুকে প্রচার করা হয়েছে। ‘ছাত্রদল মোরেলগঞ্জ উপজেলা’ নামের আইডি থেকে পোস্টারটি প্রচার করা হয়।
এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ও বাদল চন্দ্র অধিকারী বলেন, ঘোষিত তফশীল অনুযায়ী আগামি ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য রয়েছে। এর পূর্বে প্রতীক সম্বলীত পোস্টার প্রচারের সুযোগ কোন প্রার্থীর নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামি ৬মার্চ এখানে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ফেসবুকে প্রচারিত এই পোস্টার সম্পর্কে বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান খান বলেন, ‘আমি ওই পোস্টার সম্পর্কে কিছুই জনি না। অতি উৎসাহী হয়ে যদি কেউ এটা করে থাকে তার দায় আমার নয়’।