বরিশালের বানরীপাড়া পৌর শহরের টেম্পো স্ট্যান্ড এলাকায় আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছেন সংশ্লিষ্টরা। আগুনে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, পৌর শহরের টেস্পোস্ট্যান্ডের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বানারীপাড়া দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার আগেই জ্বালানী তেল বিক্রির ২টি দোকান, ২টি খাবার হোটেল এবং টেম্পো শ্রমিক ইউনিয়নের অফিসসহ ৭টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছিলো বলে ধারনা করছেন তারা। বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা টেম্পোস্ট্যান্ড পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল