ঢাকা-বগুড়া মহাসড়কে স্কুলবাসের চাপায় আবু সাঈদ (৩৫) নামে একজন পথচারী মারা গেছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার বড়পাথার গ্রামের ভাজন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস বগুড়ার দিকে যাওয়ার পথে সিএনজিচালিত একটি অটোরিকশাকে সাইড দেওয়ার চেষ্টা করেন। এ সময় মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য দৌড় দেন আবু সাঈদ। এ মুহূর্তে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল