‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় পেশাজীবী মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ড্রাইভিং ট্রেনিং স্কুলের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারি পরিচালক শেখ আশরাকুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. জিয়াউর রহমান। বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক এসএম সবুজ। বক্তারা মোটরযান চালকদের সচেতনতার সাথে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার ও ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব।