রংপুরের বদরগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে সকালে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রামনাথপুর ইউপির রামকৃষ্ণপুর বানিয়াপাড়ার শফিউদ্দিনের ছেলে নুরুন্নবী (৩৫), গোপিনাথপুর ইউপির মৌয়াগাছ মুচিরহাট এলাকার বুদারু মাবুদের ছেলে মতিয়ার রহমান (৪৫) ও তাহাবুল ইসলাম (৩০) মতিয়ার রহমানের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার